জীবনের অপূর্ণ যে আশা
ক্রমাগত হ্ময় হয় মোমের আলো,
হাত পেতে চাই যে নীরব ভালোবাসা-
তার চেয়ে কালো তার চেয়ে ভালো
এতটুকু পাই যদি তার বিহ্মিপ্ত হাসি
জীবন কেটে ্যাবে নির্নিমেষ ভালোবাসি।
বুক পেতে চাইবোনা আর বেশি কিছু পেতে
জীবন শিখা হ্ময় হয় যদি তার আলোতে।
দুচোখে তার ভাসবো আমি
হয়ে অন্তর্যামী
দুর পথে থাকে যদি তব ছায়াখানি
আমি জানি-মানি-পাবোনা জানি
তার দেখা-
তবু আছে রাখা হে সখা
তোমার লাগি দুটি জাগ্রত আঁখি,
স্বপ্নে সুদূর আছে রাখা
মাটিতে জোছনার মাখামাখি।
ক্রমাগত হ্ময় হয় মোমের আলো,
হাত পেতে চাই যে নীরব ভালোবাসা-
তার চেয়ে কালো তার চেয়ে ভালো
এতটুকু পাই যদি তার বিহ্মিপ্ত হাসি
জীবন কেটে ্যাবে নির্নিমেষ ভালোবাসি।
বুক পেতে চাইবোনা আর বেশি কিছু পেতে
জীবন শিখা হ্ময় হয় যদি তার আলোতে।
দুচোখে তার ভাসবো আমি
হয়ে অন্তর্যামী
দুর পথে থাকে যদি তব ছায়াখানি
আমি জানি-মানি-পাবোনা জানি
তার দেখা-
তবু আছে রাখা হে সখা
তোমার লাগি দুটি জাগ্রত আঁখি,
স্বপ্নে সুদূর আছে রাখা
মাটিতে জোছনার মাখামাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন