মরুর পাখি তুমি দিগন্ত অপসরা
ঘন নীল তোমার চোখে হামাগুড়ি দেয় আকাশ,
রক্তস্নাত গোধুলি-নীড়ে ফিরা বলাকার মতো
যে বাসন্তি সমুদ্রে তোমার বসবাস।
ফুরিয়ে যায় সব রোদের আলো
বালুতে খেজুরের শিরায় শিরায় বাতাসের শব্দ,
আসে রাত্রি,তুলতুলে মধ্য প্রহর
ধরনীর সবটুকু দেহ নিরাশার গ্লানিতে হয় স্তব্দ।
তারপর সচকিত রক্তকণা আর ঘুমহীন হৃদয়
তোমার খোলা চোখে চোখ রেখ কাটিয়ে দেয় যামিনি,
নেশা আর নবনীত স্বপ্নের প্রাচির রচি
যথায় অবারিত আলো ছিলো তবু চুমিনি।
ঘন নীল তোমার চোখে হামাগুড়ি দেয় আকাশ,
রক্তস্নাত গোধুলি-নীড়ে ফিরা বলাকার মতো
যে বাসন্তি সমুদ্রে তোমার বসবাস।
ফুরিয়ে যায় সব রোদের আলো
বালুতে খেজুরের শিরায় শিরায় বাতাসের শব্দ,
আসে রাত্রি,তুলতুলে মধ্য প্রহর
ধরনীর সবটুকু দেহ নিরাশার গ্লানিতে হয় স্তব্দ।
তারপর সচকিত রক্তকণা আর ঘুমহীন হৃদয়
তোমার খোলা চোখে চোখ রেখ কাটিয়ে দেয় যামিনি,
নেশা আর নবনীত স্বপ্নের প্রাচির রচি
যথায় অবারিত আলো ছিলো তবু চুমিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন