bangla-hindi-english karaoke free: ঝরা বৃষ্টি(স্বপ্নীল কবিতা)

শনিবার, ২৪ মার্চ, ২০১২

ঝরা বৃষ্টি(স্বপ্নীল কবিতা)

বাদল দিনের ঝরা বৃষ্টি
ঝুলে কুন্তলে কদমের শাখে,
হৃদয় মম তব প্রিয়তম
অন্তরতম করে রাখে।

তবু বলতে চাই যত হৃদয়ের কথা
মরে তুমুল তৃষ্টি-
মোর কথন কেড়ে নেয় তবু
অঝর ধারার বৃষ্টি।

রচিতে চাই তবু বিরহের সুর
ভরা জলের আখরে-
রচিতে তবু পারিনা তারে
ঝর ঝর ঝর বাদরে।

হ্মনপরে খুলে যায় বাতায়ন দ্বার
আমি তাতেও খুজে নেই তার,
মেঘলা রাতের বিভোর কান্না
পেতে মোরে তব আত্নায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

bangla karaoke

recent post

get this widget here

your ip

Weather Widget

technology

choose your favourite colour

flag counter