একদিন ওই দুরুন্তে চলে যাবো-
ভেবনা তুমিও থাকবে আমার সাথে
আমার হাত ধরে-,
আমরা চলতে চলতে খুজে নেব একটি পাহাড়
অবশেষে পেয়ে গেলাম ছোট্র একটি মাটির ঘর,
ওই দেখো দুরে সমুদ্র দেখা যায়-
এই সমুদ্রে কাছে আমরা সব কষ্ট দিয়ে দেব,
আমার সব সুখের বিনিময়ে তোমাকেই করব সুখী
আর তোমার মুখে ফুটাব অনিঃশেষ হাসি।
একি তোমার চোখে জল?
কই নাতো এ কোন জল নয়,
তোমাকে আপন করে কাছে পাওয়ার আনন্দ অশ্রু।
আচ্ছা আমরা মরে গেলে এই ঘরটা কাকে দেব?
আমরা যেয়ে স্বার্থপর হবো,কাউকে দেবনা এই ঘরখানি
এই ঘরেই হবে আমাদের শেষ নিঃশ্বাস আর-
আমাদের প্রেমের সমাধী।
ভেবনা তুমিও থাকবে আমার সাথে
আমার হাত ধরে-,
আমরা চলতে চলতে খুজে নেব একটি পাহাড়
অবশেষে পেয়ে গেলাম ছোট্র একটি মাটির ঘর,
ওই দেখো দুরে সমুদ্র দেখা যায়-
এই সমুদ্রে কাছে আমরা সব কষ্ট দিয়ে দেব,
আমার সব সুখের বিনিময়ে তোমাকেই করব সুখী
আর তোমার মুখে ফুটাব অনিঃশেষ হাসি।
একি তোমার চোখে জল?
কই নাতো এ কোন জল নয়,
তোমাকে আপন করে কাছে পাওয়ার আনন্দ অশ্রু।
আচ্ছা আমরা মরে গেলে এই ঘরটা কাকে দেব?
আমরা যেয়ে স্বার্থপর হবো,কাউকে দেবনা এই ঘরখানি
এই ঘরেই হবে আমাদের শেষ নিঃশ্বাস আর-
আমাদের প্রেমের সমাধী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন