বৃষ্টি এবং বৃষ্টিই হোক
এক যুগ কিংবা দুই যুগের প্রশান্ত সম্বল,
বরষে ভিজে ভিজে আমাদের অনিঃশ্বেষ গ্লানি
আর নিভে যাক নিভে যাক সবটুকু অনল।
পুঁড়া ছাই পুরাতন কবরের বালুর মতো
শ্যাওলা হৃদয়ে পরে থাকে দীর্ঘ হাহাকার,
দীর্ঘ অজগর আমাদের ফেলে আসা অতীতের মতো,
প্রার্থনা এই বৃষ্টিতেই দুংখ চলে যাবার।
এরপর আমার আমি আর তোমার তুমি
বাস করবো নিঃশব্দে একতলা দু'তলা আকাশের মতো,
মেঘেতে ফেলো নিঃশ্বাস বৃষ্টিতে হোক শেষ
এ জীবনের না বলা দুঃখ যতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন