bangla-hindi-english karaoke free: অস্তিত্ব (কবিতা,স্বপ্নীল)

শনিবার, ৩ মার্চ, ২০১২

অস্তিত্ব (কবিতা,স্বপ্নীল)

ফিরে আসার গভীর নিমগ্নতা-
তোমায় কতখানি ছোয়ে যায় তা জানিনা,
একদিন বৃহ্ম থেকে কুড়ি-মাটির বুনোট থেকে সবুজ ঘাস
এপারের আকাশে সুনীল বসন্ত আসার কথা ছিলো আলোকিত এবং সজীবান্তে।
সে ধীরে ধীরে ফিরে আসারই প্রতিশ্রুতি
আমার রক্তে এবং তোমার জীবন প্রবাহে।
মহাকালের অনেক সূর্যাস্ত-অনেক মরা আলো
চাঁদ ও অন্ধকা্র রাত্রি আর দিন
ঘন কুয়াশা আর উত্তাল রোদে একাকার হয়ে গেছে।
সময় একটি ফুলকে চুমো খেয়ে আরেকটি ফুলকে জড়িয়ে ধরেছে-
আমরা ধরেছি চাঁদের আলো ধরনীর এপার হতে ওপারে,
তোমার গঙ্গার ছোট ছোট ঢেউ আমার আরব সাগরে
শব্দ দিতো কখনো কখনো কবিতার শক্তির মতো।
আমি জলের সাথে জল মিলিয়ে আসতে চাইতাম
কিন্তু তখন জোয়ার থেকে ভাঁটা হতো আর আমি অসাড় হতাম,
আজ উজান আর ভাঁটায় নয় আমি জীবন্ত অস্তিত্ব নিয়ে এসেছি
জানিনা আমার ফিরে আসার ঢেউ তোমাকে কতখানি ভাসাতে পেরেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

bangla karaoke

recent post

get this widget here

your ip

Weather Widget

technology

choose your favourite colour

flag counter