এ নহ্মত্র দ্বীপালি রতের শেষে
পরে থাকে অজস্র কুহেলিকার সিক্ত আর্তনাদ,
মাটির চোখ ভিজে বয়ে চলে যমুনার স্রোতধারা
তবুও রয়ে যায় এ জীবনে বেঁচে থাকার স্বাধ।
আলোর বুকে আলো ফেলে অনুহ্মন
চেয়ে চেয়ে জীবন পায় স্বপ্নের অঞ্জলি-
যা পাইনি আর যা পেয়েছি মহাকালে
অকাতরে নিয়েছি তা উদ্বীপ্ত হৃদয়ে তুলি।
আধো আলো আর আবছা অন্ধকারে
খুলে দিয়েছিলাম যে হৃদয়ের দ্বার,
এখানে এসে যতোবার পরেছো প্রিয়তম
মনে রেখো তারে আর কিছুই নেই হারাবার।
মনের গহীন রথে-
যা কিছু ফেলে গেছি অবিরাম চেয়ে চেয়ে ভুলে,
চোখের কোনের ধুসর স্মৃতিটুকু
অকারনে দাও ফেলে্।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন