ভাইরাস আর পিসি একি সুত্রে গাঁথা।ভাইরাস আমাদের পিসির নানা হ্মতিসাধন করে। ভাইরাসের কারনে আমাদের কম্পিউটার মাঝে মাঝে পুরুপুরি সার্ভিস দিতে অহ্মম হয়। কিন্তু শুধু মজা করার জন্য আপনি ফ্যাকভাইরাস বানাতে পারেন। এবং এর মাধ্যমে আপনি যে কোন পিসিকে অফ করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কি করে ফ্যাকভাইরাস বানাতে হয়।
আপনি আপনার পিসির স্টার্ট মেনুতে লেফট ক্লিক করে "new+shortcut" সিলেক্ট করুন। তারপর লিখুন "shudown -s -t -120c তারপর এটাকে আপনি সেভ করুন "fake.bat" নামে।ব্যাস করে ফেললেন একটি ফ্যাকভাইরাস। এখন আপনি প্রপারটিজ থেকে এর আইকন বদলে ফেলতে পারেন। তারপর এটি আপনি আপনার বন্ধুর পিসিতে মেইল করে দিন। কিছুহ্মনের মধ্যেই আপনার বন্ধুর পিসিটি বন্ধ হয় যাবে। টেনশন করবনেনা এটা তার পিসির কোন হ্মতি করবেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন