মানুষ মাত্রই মরনশীল। যার প্রাণ আছে সে মরবেই। বিধাতার এই অমোঘনীতিকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারিনা।মানুষ যদি তার স্বাভাবিক নিয়মে মৃত্যুবরন করে তাহলে আমাদের বলার কিছু নাই, কিন্তু যে মৃত্যু একটা অমানবিক, বর্বর,আর নৃশংস ভাবে হয়েছে তাকে আমরা কিছুতেই স্বাভাবিক মৃত্যুর সাথে তুলনা করতে পারবোনা। কিছুদিন আগে আমাদের সংবাদ মাধ্যমের দুই জুটি অত্যন্ত নির্মমভাবে নিজেদের আবাসস্থলে খুন হয়েছে এটা এখন মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার মানুষই জানে। একজন সাংবাদিক জাতির বিবেক হিসেবে তাদের খুরধার লিখনির মাধ্যমে সমাজে নানা অসংগতিকে আমাদের মাঝে তুলে ধরে। মুলত সাংবাদিকতা পেশা আছে বলেই আমরা সত্য ঘটনা গুলোকে জানতে পারি। যদি সেই সত্যবাদিতার জন্য তাদেরকে প্রান দিতে হয় তাহলে প্রশ্ন থেকে যায় কোন সভ্য সমাজে আমরা বাশ করছি? আমাদেরকে কোন অর্থে সভ্য বলা হয় জানিনা। আসলে সভ্যতা নামক সুন্দর শব্দটি আমাদের জীবন যাত্রায় একটি বিরল শব্দ হিসেবে এখন গন্য হয়ে গেছে। আমাদের দেশের রাজনীতি এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে ওদের বিরুদ্ধে কিছু লিখতে গেলেই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়। কেন সাগর রুনি খুন হলেন? কারাইবা তাদেরকে খুন করলেন? কেন খুন হলেন তার জবাবটা এখন অনেকেই জানেন। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তারা সবাই বর্তমান হ্মমতাসীন আওয়ামিলীগ এর কর্মী।যখন আওয়ামিলীগ হ্মমতায় অধীষ্ঠিত তখন তাদের হাতে এ হত্যাকান্ডের বিচার কখনো আলোর মুখ দেখবেনা এটাই স্বাভাবিক। আর যদি আলোর মুখ দেখেও তার বিচার শেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই হ্মিন। আমরা সাগর রুনি হত্যার বিচার চাই। তাদের হত্যার বিচার হতেই হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন