দুহাতে প্রদ্বীপ নিয়ে প্রিয়তমাসু
অজানা পথিকের বেশে
সমুদ্র তার হয়েছে মরু
অযাচিত প্রত্যাশে।
করুনা চাইনি আকাশ তারার
খুলেছি করুন দৃষ্টি,
আধার পথে নন্দিত সুখে
তোমায় করতে সৃষ্টি।
রক্তচোষা দুঃখ আমার
নষ্ট তোমার জন্য-
নিজেরে খুজে পেয়েছি হেথায়
জীবন বড়ই অনন্য
স্বপ্নীল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন