নিশি হলে ভোর চেয়ে দেখে জাগ্রত আখি
প্রাণের আলো নতুন করে কে যেন জ্বালায়ে গেছে রাখি,
কান পেতে শুনি ঢাক,ঢোল,বাঁশি
নতুন প্রভাত নতুন প্রাণ নতুন কিছু ভালোবাসি
পুরান যা ভালো সব কিছু তাক
নতুন কে করতে বরণ এসেছে পহেলা বৈশাখ।
হ্মীণ আলোর দীর্ঘশ্বাস দীর্ঘ হতাশা
চেয়ে যা পাইনি সেই সেই সব আশা,
সব ক্লান্তি,সব কষ্ট, সব বেদনা
আজকে প্রাণে এই গানে আর সেধোনা
ছুঁতে চাই আকাশের বুক এই নবীন হ্মনে
লেগেছে আনন্দ ধারা সবার প্রাণে প্রাণে
নতুন গান,নতুন হাসি, নতুন প্রত্যাশা
তাতে যা কিছু যায় যাক-
আজ নেবো ভরি মনের মঞ্জুরি পহেলা বৈশাখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন